গুরগাঁও-এ জাতীয় দাবা, বিশেষ প্রশিক্ষণ শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। লক্ষ্য একটাই, জাতীয় আসরে সাফল্য পাওয়া। তা মাথায় রেখেই শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির। মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে। দেশের রাজধানীর মালভিনগরে ৩ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। জাতীয় অনূর্ধ্ব-‌১১ দাবাকে সামনে রেখেই ওই শিবিরের আয়োজন। ২৯ অক্টোবর থেকে গুরগঁাও এ শুরু হবে জাতীয় অনূর্ধ্ব-‌১১ দাবা প্রতিযোগিতা। ভারতীয় যুব দলের কোচ তথা ত্রিপুরার সর্বকালের সেরা দাবাড়ু ফি ডে মাস্টার প্রশিক্ষণ দিচ্ছেন ৩৪ জন খুদে দাবাড়ুদের। প্রতিদিন হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পর বিকেলে শিবিরে অংশ নেওয়া দাবাড়ুদের মধ্যে হচ্ছে প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে দাবাড়ুদের উৎসাহিত করতে বিজয়ীদের দেওয়া হচ্ছে পুরস্কার। অনুশীলন সেরে কোচ প্রসেনজিৎ বলেন,”আমার লক্ষ্য দেশকে ভালো দাবাড়ু উপহারক দেওয়া। বিশ্বাস করি এবারের বিশেষ প্রশিক্ষণ থেকে বেশ কয়েকজন দাবাড়ু জাতীয় আসরে ভালো ফলাফল করবেই। এর মধ্যে অন্যতম মাহির তেনেজা। এছাড়াও বেশ কয়েকজন নজর কেড়ে নিয়েছে শিবিরে”। প্রসঙ্গত:‌ জর্জিয়াতে সদ্যসমাপ্ত‌ বিশ্ব অনূর্ধ্ব-‌১২ দাবা প্রতিযোগিতায় সেরার সম্মান পেয়েছিলো প্রসেনজিতের ছাত্রী শুভি গুপ্তা।‌