কিল্লায় ফুটবল টুর্নামেন্টে কো: ফাইনালে গামারিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। কোয়ার্টার ফাইনালে উঠলো গামারিয়া। পরাজিত করলো কামি কৌতল দলকে। একতরফা খেলে। ৫-‌০ গোলে জয় পায় গামারিয়া। কিল্লায় অনুষ্ঠিত নাইন-‌এ-‌সাইড ফুটবল প্রতিযোগিতায়। ডিমাকোচি স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন গামারিয়া দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। ম্যাচে বিজয়ী দলের পক্ষে আনন্দ জমাতিয়া দুটি, নিপন জমাতিয়া, সালাং জমাতিয়া এবং রঞ্জন জমাতিয়া গোল করেন। এদিন ব্যবধান আরও বাড়াতে পারতো থাইপোলো। যদিনা ম্যাচের শেষের দিকে সহজ সুযোগ হেলায় নষ্ট না করতো। খেলা পরিচালনা করেন মাখন লাল  জমাতিয়া।