ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। পরিত্যক্ত হলো আসর। ২৯ অক্টোবর আন্ত: স্কুল ভলিবল প্রতিযোগিতা হওয়ার কথা ছিলো। উমাকান্ত আকাদেমি ভলিবল কোচিং সেন্টারের উদ্যোগে এবং রাজ্য ভলিবল সংস্থার সহযোগিতায়। উমাকান্ত আকাদেমির ভলিবল কোর্টে আসর হওয়ার কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন এক বিবৃতিতে জানান, অনিবার্য কারনে আপাতত স্থগিত রাখা হলো স্কুল ভলিবল আসর। আগামীদিনে আসরের দিনক্ষণ ঠিক করা হবে।
2022-10-27

