সুরজকুন্ড, ২৭ অক্টোবর (হি.স.): হরিয়ানার সুরজকুন্ডে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে শুরু হয়েছে দু’দিনের চিন্তন শিবির। বৃহস্পতিবার দু’দিন ব্যাপী এই ‘চিন্তন শিবির’-এর পৌরহিত্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এদিন নিজের ভাষণে সহযোগিতা, সমন্বয় ও সহায়তার ওপর জোর দিতে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “আমাদেরকে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে – সহযোগিতা, সমন্বয় এবং সহায়তা।” তিনি আরও বলেছেন, এনআইএ-কে বহির্মুখী অধিকার দেওয়া হয়েছে। আমরা ২০২৪ সালের মধ্যে প্রতিটি রাজ্যে এনআইএ-এর শাখা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। অমিত শাহের কথায়, এই চিন্তন শিবির সাইবার অপরাধ, মাদকদ্রব্য, আন্তঃসীমান্ত সন্ত্রাস, দেশদ্রোহিতা এবং এই ধরনের অন্যান্য অপরাধ মোকাবেলায় একটি যৌথ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে…।” অমিত শাহ আরও বলেছেন, সিআরপিসি এবং আইপিসি-র উন্নতির বিষয়ে বিভিন্ন পরামর্শ পাওয়া গিয়েছে। আমি এটি বিস্তারিতভাবে দেখছি, অনেকটা সময় লাগিয়েছি। আমরা খুব শীঘ্রই সংসদে নতুন সিআরপিসি, আইপিসি খসড়া নিয়ে আসব।
স্বরাষ্ট্র মন্ত্রীদের এই চিন্তন শিবির হল অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নীতি প্রণয়নের জন্য জাতীয় দৃষ্টিভঙ্গি প্রদানের একটি প্রয়াস। ২৮ অক্টোবর দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিন্তন শিবিরে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ভার্চুয়ালি চিন্তন শিবিরে অংশ নেবেন প্রধানমন্ত্রী।