কঠোর সিদ্ধান্ত যোগী প্রশাসনের, স্যালাইনে রস দেওয়ায় প্রয়াগরাজের হাসপাতাল ভেঙে ফেলার নোটিস

প্রয়াগরাজ, ২৬ অক্টোবর (হি.স.): ডেঙ্গি রোগীকে রক্তের প্লেটলেটের বদলে স্যালাইনে মুসম্বির রস দিয়ে শিরোনামে আসা উত্তর প্রদেশের প্রয়াগরাজের বেসরকারি হাসপাতালে বেআইনি নির্মাণের অভিযোগ। বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে, প্রয়াগরাজের ‘গ্লোবাল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার’কে হুঁশিয়ারি দিয়ে নোটিস পাঠাল প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি। ২৮ অক্টোবরের মধ্যে হাসপাতাল ভবন খালি করার জন্য নোটিশ পাঠানো হয়েছে, হাসপাতালটি “অবৈধভাবে নির্মিত” হয়েছে বলে অভিযোগ।

হাসপাতালটি প্রশাসনের অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে তাই শুক্রবারের মধ্যে সম্পূর্ণ এলাকা ফাঁকা করে দিতে হবে, লেখা রয়েছে নোটিসে। মুসম্বি-কাণ্ডের পরই অবশ্য হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছিল। বর্তমানে সেখানে কোনও রোগী ভর্তি নেই। নোটিসে আরও লেখা হয়েছে, এ বছরের গোড়ায় এই সংক্রান্ত নোটিসের কোনও জবাব হাসপাতাল কর্তৃপক্ষ দেননি, তাই এ বার বুলডো়জ়ার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।