রায়গঞ্জ, ২৬ অক্টোবর (হি. স.) : স্ত্রী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত স্বামীর নাম বিজয় সিংহ (৪০)। পেশায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গ্রুপ ডি পদে কর্মরত। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার রায়গঞ্জে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে ধৃতকে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তের বান্ধবী ও ভাইয়ের বউ পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় রেখা পাসওয়ান(সিং)(৩৬)নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের পরিবারের অভিযোগ রেখাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তাঁর স্বামী বিজয় সিংহ। বেশ কয়েকদিন ধরে বিজয়ের পরকিয়া সম্পর্কের কারণে পরিবারে অশান্তি চলছিল। সেই কারণেই রেখাকে হত্যা করেছে বলে অনুমান পরিবারের। পরিবারের তরফে রায়গঞ্জ থানায় বিজয় সিংহ, তার বান্ধবী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজয় সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেপাত্তা মুল অভিযুক্ত বিজয়ের বান্ধবী ও ভাইয়ের বউ।
পুলিশ সুপার মহন্মদ সানা আক্তারের কথায়,”অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।” এদিন বিকেলে ওই গৃহবধুর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়, রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে।