শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় যাত্রীবোঝাই অটো ও ট্রাকের সংঘর্ষে কমবেশি আহত হয়েছেন ১৩ বছর বয়সী এক নাবালিকা-সহ ৮ জন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর কেলামোড়ে। অটো ও ট্রাকের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। তিনজন ছাড়া বাকি সবাইকে রামবান জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন-ট্রাকের খালাসি ফায়াজ আহমেদ, ট্রাকের চালক ইমরান, তারিক আহমেদ, মুবাশির, মঙ্গল সিং, সোনম দেবী, সুরজ সিং, নাসীর আহমেদ। দুর্ঘটনার জেরে ট্রাকটি উল্টেও যায়। আহতদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।