রায়গঞ্জ, ২৬ অক্টোবর (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার কুলিক পক্ষী নিবাস সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ওপরে। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইকচালকের। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি যান ডিএসপি ট্রাফিক লিয়ং তামাং। ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম জয় মণ্ডল (৩২), রায়গঞ্জের তুলসীতলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। একটি পাউরুটি কারখানার ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ঘাতক লরি ও চালককে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেইসময় কুলিক পক্ষীনিবাস সংলগ্ন জাতীয় সড়কের ওপর একটি অন্ধ্রপ্রদেশের লরির চাকা মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।