আগরতলায় জুয়ার আসরে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷  দীর্ঘদিন যাবত পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় চলছে তীর জুয়ার রমরমা আসর৷  গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়ে কুখ্যাত দুই জুয়ারি সহ জুয়ার সমগ্র আটক করে৷  আটক দুই জুয়ারীর নাম রামু দাস, বাড়ি কবিরাজটিলা ও খোকন গোয়ালা, বাড়ি যোগেন্দ্রনগর৷ তাদের কাছ থেকে তীরের নাম্বার ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ৷ জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *