নবম-দশম নিয়োগ দুর্নীতিতে সিবিআই চার্জশিটে শান্তিপ্রসাদ-সুবীরেশ, নাম নেই পার্থর

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : এসএসসি-র নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আরও সক্রিয় হল সিবিআই। মঙ্গলবার আলিপুর আদালতে সংশ্লিষ্ট মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তবে এই মামলায় নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

নবম-দশম শ্রেনির নিয়োগ মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের। সেই তালিকায় আছেন এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি প্রাক্তন সহকারী সচিব অশোক সাহা, এসএসসি অ্যাডহক কমিটির প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার তথা এসএসসি উপদেষ্টা কমিটিরও সদস্য পর্ণা বসু, এসএসসি প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য, প্রসন্ন রায় ওরফে রাকেশ, প্রদীপ সিং ওরফে ছোটু, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন, রোহিত কুমার ঝাঁ প্রমুখের নামও রয়েছে চার্জশিটে। এটি নবম দশম শ্রেনির নিয়োগ মামলায় প্রথম চার্জশিট। এর পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও সহায়ক চার্জশিট জমা করা হতে পারে।

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করেছে গ্রুপ সি মামলায়। সেই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা করা হয়েছে এবং সেখানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে চার্জশিট জমা করা হয়েছে, সেখানেও নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তবে নবম-দশম শ্রেনির নিয়োগ মামলায় সিবিআই এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেনি। উল্লেখ্য চার্জশিটে যে ১২ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে ছয় জন এসএসসির সঙ্গে যুক্ত ছিলেন। বাকি ছয় জনকে এসএসসি চার্জশিটে প্রাইভেট পার্সন বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যাঁরা সরাসরি এসএসসির সঙ্গে জড়িত নন। এখন দেখার আদালতে নবম দশম মামলায় এই চার্জশিট জমা হওয়ার পর আগামী দিনে তদন্তের গতিপ্রকৃতি কোনদিকে মোড় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *