করিমগঞ্জের সলগই‌য়ে দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী ল‌রি, ফেরার চালক ও খালাসি

বাজারিছড়া (অসম), ২৫ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানধীন সলগই এলাকার ডেঙ্গারব‌ন্দে ত্রিপুরাগামী একটি পণ্য বোঝাই লরি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে অজ্ঞাতকারণে লরির চালক ও খালাসি পালিয়ে গা ঢাকা দিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ল‌রি‌কে নি‌জে‌দের জিম্মায় নিয়েছে বাজারিছড়া পু‌লিশ।

জানা গে‌ছে, সোমবার মধ্য‌রা‌তে গুয়াহা‌টি থে‌কে বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট কোম্পানির অধীন টিআর ০১ এম ১৫৩৬ নম্ব‌রের পণ্য বোঝাই ল‌রি ত্রিপুরার আগরতলায় যাওয়ার পথে সলগই‌য়ের ডেঙ্গারবন্দ গ্রা‌মের বুকচিড়ে ধাবিত ৮ নম্বর জাতীয় সড়‌কের পাশে পা‌ল্টি খে‌য়ে পড়ে। এতে আহত হয়েছেন চালক ও খালাসি।

দুর্ঘটনার খবর পে‌য়ে আজ মঙ্গলবার সকালে বাজা‌রিছড়া থানা থেকে পু‌লিশ গিয়ে লরির চালক বা খালাসি কাউকেই পায়নি। ফলে দুর্ঘটনাগ্রস্ত ল‌রিকে এসকেভেটরের সাহায্যে উদ্ধার ক‌রে পুলিশ নি‌জে‌দের হেফাজতে নিয়ে নিয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট কোম্পানির কর্মীরা এসে পণ্য সামগ্রীগুলি অন্যল গা‌ড়ি‌তে বোঝাই ক‌রে গন্ত‌ব্যস্থলে পাঠি‌য়ে দিয়েছেন।