ক্রমেই অস্বস্তির কেন্দ্র হয়ে উঠছে দিল্লি, দীপাবলির পর বায়ুদূষণ আরও বাড়ল

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লি ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। দীপাবলির আগে থেকেই দূষণের পরিমাণ বাড়ছিল, দীপাবলির পর সেই বায়ুদূষণের পরিমান আরও অনেকটাই বাড়ল। দিল্লির পাশাপাশি অত্যন্ত খারাপ অবস্থা লাগোয়া নয়ডাতেও, উত্তর প্রদেশের মোরাদাবাদেও এদিন সকালে ছিল মাত্রাতিরিক্ত দূষণ। দিল্লিতে মঙ্গলবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩২৩, যা খুবই খারাপ।

প্রতি বছরই এই সময়ে বায়ুদূষণের কবলে পড়ে রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চল। দূষণের জেরে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। দিল্লি সরকারের বহু প্রচেষ্টা সত্ত্বেও দূষণ কমছেই না, যদিও কেউ কেউ বলছেন, গত বছরের তুলনায় এবার দূষণ একটু কম। কেউ আবার বলছেন, শ্বাস নেওয়াই দুষ্কর। সবথেকে বেশি কষ্ট হচ্ছে প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *