নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ সোমবার দুপুরে পূর্ব পালাটানা এলাকায় নিজ বাড়ির সামনে দ্রুতগামী একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু৷ মৃত ব্যক্তির নাম ভানু রঞ্জন ভৌমিক৷ বয়স ৬৮ বছর৷ তিনি গুরুতর আহত হওয়ার পর পরিবারের লোকজনরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷ মঙ্গলবার মৃতদেহটি হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ জানা যায় দুর্ঘটনার পর বাইক চালক দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ যার ফলেই তাকে আটক করতে সক্ষম হয়নি স্থানীয়রা৷ এ বিষয় নিয়ে মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে৷ ভানু রঞ্জন ভৌমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে নেমে আসে শোকের ছায়া৷
2022-10-25