কান্নুর, ২৪ অক্টোবর (হি.স.): আমি পদত্যাগ করব না, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নির্দেশের প্রেক্ষিতে বললেন কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গোপীনাথ রবীন্দ্রণ। সোমবার তিনি জানিয়েছেন, “কেরলের রাজ্যপালের নির্দেশ আমি পেয়েছি, কিন্তু পদত্যাগ করব না।” প্রসঙ্গত, কেরলের ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাজভবন সূত্রের দাবি, ওই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র নিয়ম মান্য করা হয়নি।
রাজ্যপালের এই নির্দেশ সত্ত্বেও সোমবার সকালে কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গোপীনাথ রবীন্দ্রণ জানালেন, একজন উপাচার্যের পদত্যাগ আর্থিক অনিয়ম এবং খারাপ আচরণের উপর ভিত্তি করে হয়, যার কোনটিই এক্ষেত্রে হয়নি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি পদত্যাগ করব না।” এদিকে, রাজ্যপালের এই নির্দেশকে উপেক্ষা করার জন্য ওই উপাচার্যদের পরামর্শ দিয়েছে কেরলের পিনারাই বিজয়ন সরকার।