নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): দেশের দুই প্রান্তে লাইনচ্যুত হয়ে গেল দু’টি কয়লাবোঝাই মালগাড়ি। সোমবার গভীর রাত ১২.৪২ মিনিট নাগাদ গাদগ-হোটগি লাইনের জুমনাল-মুলভাদ সেকশনে (উত্তর প্রদেশ লাইন) একটি কয়লা বোঝাই মালগাড়ির ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। দক্ষিণ-পশ্চিম রেল জানিয়েছেন, মালগাড়ির ৭টি ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল ও আংশিকভাবে বাতিল করা হয়েছে।
অন্যদিকে, রবিবার রাত ১১.২০ মিনিট নাগাদ নাগপুরের ওয়ার্ধা-বদনেরা সেকশনে মালখেদ ও তিমাতলা স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় কয়লা বোঝাই মালগাড়ির ২০টি ওয়াগন। সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।