নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): দীপাবলির আগে থেকেই বায়ুদূষণের কবলে রাজধানী দিল্লি। বিগত তিন দিন ধরে দূষণের কবলে রাজধানী ও তৎসংলগ্ন অঞ্চল। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করলেন, এশিয়ার ১০টি দূষিত শহরের মধ্যে দিল্লি নেই। একটি মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে টুইট করে এই দাবি করেছেন কেজরিওয়াল।
সোমবার অরবিন্দ কেজরিওয়াল টুইট করে দাবি করেছেন, এশিয়ার ১০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে আটটি ভারতের এবং দিল্লি সেই তালিকায় নেই। কেজরিওয়ালের টুইট অনুযায়ী, কয়েক বছর আগে, দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল। এখন তা মোটেও নয়!” তিনি বলেন, এখনও অনেক পথচলা বাকি রয়েছে।