করিমগঞ্জ শহরে চোর ধরে পুলিশকে সমঝে দিলেন জনতা

করিমগঞ্জ (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ শহরে রেলগেট সংলগ্ন পাইকারি মাছ বাজার এলাকা থেকে এক চোরকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন জনতা।

ঘটনার বিবরণে প্রকাশ, গত শুক্রবার নিলামবাজার স্টেশনরোডে হুসেন আহমেদ নামের এক ব্যক্তির দোকানে চুরির ঘটনা সংগঠিত হয়। পরে দোকান মালিক হুসেন আহমেদ নিলামবাজার থানায় এ সংক্রান্ত এক এফআইআর দায়ের করলে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে এই চোরকে শনাক্ত করে।

আজ রবিবার নিলামবাজারের জনৈক সেলিম উদ্দিন নামে ব্যক্তি হঠাৎ সেই চোরকে করিমগঞ্জের রেলগেট সংলগ্ন মাছের পাইকারি বাজার এলাকায় দেখেন। সঙ্গে সঙ্গে তিনি সাহায্য নেন স্থানীয়দের। স্থানীয়দের সহায়তায় চোরকে আটক করে খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনা সম্বন্ধে সেলিম উদ্দিন বলেন, হুসেন আহমদের দোকান থেকে সিগারেট সহ নগদ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল এই চোর। তবে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করার পর অনেক খোঁজাখুঁজি চলে। আজ করিমগঞ্জ শহরে তাকে দেখে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ সমঝে দিয়েছেন তাঁরা।

এদিকে ওই চোরকে ধরা হয়েছে বলে নিলামবাজার থানাকে অবগত করা হয়। নিলামবাজারের ওসি করিমগঞ্জ সদর থানায় ঘটনাটি জানান। সদর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে চোরটিকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, আটক চোরটি মূকবধির। কথা বলতে পারে না সে। তার পকেটে এক কৌটা ড্রাগসও পাওয়া গেছে বলে জানা গেছে। মূকবধির এই চোরের বাড়ি উত্তর করিমগঞ্জের সুতারকান্দি এলাকায়। দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারের ঘটনা ছাড়া বিভিন্ন চুরিকাণ্ডের দায়ে গত কয়েকবছরে কয়েকবার সে হাজতবাসও করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *