ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর।। গঠিত হলো কর্মচারী সংঘের সদর বিভাগীয় নতুন কমিটি। আগামী ৩ বছরের জন্য নবগঠিত কমিটির সভাপতি গৌতম বনিক, সচিব শুভেনজিৎ সিনহা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আশিষ চৌধুরি। ত্রিপুরা শারীরশিক্ষা কর্মচারী সঙ্ঘের সদর বিভাগীয় কমিটির। সংস্থার দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন রবিবার সকাল ১০ টায় এন এস আর সি সি-তে হয় । সকালে সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, ত্রিপুরা শারীরশিক্ষা কর্মচারী সঙ্ঘের সভাপতি দিব্যেন্দু দত্ত, সচিব নিখিল সাহা এবং সদর বিভাগীয় কমিটির সভাপতি মিনতি পাল। সম্মেলন শেষে আগামী ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
2022-10-23