এলএমভি-৩ সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দন

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে (ইসরো) সবচেয়ে ভারী লঞ্চ যান এলএমভি-৩ সফলভাবে উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল), ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন (ইন-স্পেস) বিশ্বব্যাপী সংযোগের জন্য নির্মিত ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট সহ আমাদের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকল এলএমভি-৩-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী মোদী রবিবার এক টুইট বার্তায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) কে অভিনন্দন। এলএমভি-৩ স্বনির্ভরতার এক উদাহরণ এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক লঞ্চ পরিষেবা বাজারে ভারতের প্রতিযোগিতামূলক প্রান্তকে উন্নত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *