বিহারের ঔরঙ্গাবাদে জলে ডুবে চার কিশোরীসহ পাঁচজন নিখোঁজ, মৃত ১

পটনা/ঔরঙ্গাবাদ, ২৩ অক্টোবর (হি.স.) : রবিবার বিহারের ঔরঙ্গাবাদ জেলার উফা থানার হামিদনগর গ্রামের পুনপুন নদীর কুসুমরা ঘাটের কাছে নদীতে স্নান করতে গিয়ে চার কিশোরী সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয় ডুবুরিদের সহায়তায় একটি দেহ উদ্ধার করেছে, অন্যদের জন্য তল্লাশি চলছে।

পুলিশ জানায়, হামিদনগর গ্রামের ১৪ বছর বয়সী মনীষা কুমারী, ১৫ বছরের মেয়ে কাজল কুমারী, ১৪ বছরের মেয়ে নিধি কুমারী, ১৩ বছরের একটি মেয়ে দীপাবলিতে কাপড় ধুয়ে স্নান করতে নদীতে নেমেছিল। স্নানের করতে গিয়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবে যায়। সেখানে উপস্থিত কয়েকজন মহিলা হৈচৈ শুরু করেন। এসময় ওই গ্রামের বাসিন্দা শংকর ঠাকুর ডুবে যাওয়া মেয়েদের উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারের সময় ডুবন্ত মেয়েরা চারদিক থেকে তাদের ধরে ফেলে, তার কারণে তারাও ডুবে যায়। পুলিশ খবর পেয়ে স্থানীয় ডুবুরিদের সহায়তায় একজনের দেহ উদ্ধার করে। বাকিদের খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *