শান্তিপাড়া ঐকতান যুব সংস্থায় অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷  মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের অর্থে প্রদত্ত অ্যাম্বুলেন্স পরিষেবা সূচনা হয় রবিবার৷ এই অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় শান্তিপারা স্থিত ঐকতান যুব সংস্থার হাতে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কপর্োরেটর  রত্না দত্ত ,  ক্লাব সভাপতি সহ অন্যান্যরা৷ ফিতা কেটে এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়৷ ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান করা হবে৷ সেই দিশায় সরকার চলছে৷ পি এইচ সি গুলিকে ওয়েলনেস সেন্টারে রূপান্তর করা হবে৷ এজিএম সি-তে সুপার স্পেশালিটি পরিষেবা শুরু করা হচ্ছে৷ মানুষের মৌলিক সমস্যা গুলি পূরণের জন্য চেষ্টা করছে সরকার৷ আগামী দিনে সরকারী কর্মীচারীদের আরও কিছু ডিএ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের৷ ভাতার অঙ্ক বৃদ্ধি করে করা হয়েছে ২ হাজার টাকা৷ ৩ হাজারের উপর টেট উত্তীর্ণরা এক সঙ্গে চাকুরী পাবেন৷ ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ পক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ সরকার আসবে, আবার সরকার যাবে৷ কিন্তু মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা তা কোন সরকারের মধ্যে রয়েছে তা মানুষ ঠিক বুঝতে পারে৷ মানুষ এই সরকারের উপর আস্থা রাখছে৷ আগামী দিনেও রাখবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *