রোজগার মেলার শুভসূচনা, প্রধানমন্ত্রী বললেন আত্মনির্ভরতার পথে এগিয়ে চলছি আমরা

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): রোজগার মেলার শুভসূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোজগার মেলার সূচনা করার পর প্রধানমন্ত্রী বললেন, উন্নত ভারতের সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা আত্মনির্ভর ভারতের পথে হাঁটছি। দেশে ১০ লক্ষ কর্মী নিয়োগের জন্য প্রধানমন্ত্রী মোদীর বিশেষ উদ্যোগ রোজগার মেলা। শনিবার ৭৫ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “ভারতের যুবশক্তির জন্য এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিগত ৮ বছরে দেশে যে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের অভিযান চলছে, তার সঙ্গে যোগ হচ্ছে আরেকটি যোগসূত্র, এটি চাকরি মেলার সংযোগ।”

প্রধানমন্ত্রী বলেছেন, “আজ ৭৫ হাজার যুবককে নিয়োগপত্র দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিগত ৮ বছরে লক্ষাধিক যুবককে নিয়োগপত্র দেওয়া হয়েছে। একইভাবে আগামী মাসগুলিতে ভারত সরকার লক্ষ লক্ষ যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের দফতরগুলিতে যদি তৎপরতা, দক্ষতা থাকে, তার নেপথ্যে রয়েছে ৭-৮ বছরের কঠোর পরিশ্রম, কর্ম যোগীদের একটি মহান সংকল্প।” প্রধানমন্ত্রীর কথায়, “বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ৭-৮ বছরের মধ্যে আমরা ১০ নম্বর থেকে ৫ নম্বরে উঠে এসেছি। এটা সম্ভব হয়েছে, কারণ গত ৮ বছরে দেশের অর্থনীতির যে সব ত্রুটি ছিল, সেগুলো আমরা দূর করেছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’-এর অধীনে, শিল্পের চাহিদা অনুযায়ী দেশের যুবকদের প্রশিক্ষিত করার জন্য একটি বিশাল অভিযান চলছে। এর অধীনে স্কিল ইন্ডিয়া অভিযানের সাহায্যে এখনও পর্যন্ত ১.২৫ কোটিরও বেশি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।” মোদীর সংযোজন, “গ্রামে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির আরেকটি উদাহরণ হল আমাদের খাদি এবং গ্রামশিল্প। দেশে প্রথমবারের মতো খাদি ও গ্রামশিল্প এক লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “স্টার্টআপ ইন্ডিয়া অভিযান সমগ্র বিশ্বে আমাদের দেশের যুবকদের সম্ভাবনাকে প্রতিষ্ঠিত করেছে। ২০১৪ পর্যন্ত যেখানে দেশে মাত্র কয়েকশ স্টার্টআপ ছিল, বর্তমানে এই সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। ভারত নানাভাবে আত্মনির্ভর হয়ে উঠছে। ভারত আমদানিকারক থেকে রফতানিকারকের ভূমিকা নিচ্ছে। ভারত অনেক ক্ষেত্রে একটি বৈশ্বিক হাব হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।”