শ্রীনগর, ২২ অক্টোবর (হি.স.): সন্ত্রাসে অর্থ যোগান মামলায় কাশ্মীরের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাল রাজ্য তদন্তকারী সংস্থা (এসআইএ)। শনিবার সকাল থেকে কাশ্মীরের বিভিন্ন ঠিকানায় চলে তল্লাশি অভিযান। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে এসআইএ গোয়েন্দারা সুলতানপোরা গ্রামে মোহাম্মদ আলতাফের বাড়িতে অভিযান চালাযন।
এছাড়াও পালপোরা, পারিমপোরা, নুরবাগ, রেসিডেন্সি রোড এবং দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের আউনিরেও তল্লাশি অভিযান চালানো হয়। জানা গিয়েছে, এসআইএ গোয়েন্দারা গুলজার আহমেদ ভাটের আওনীরা জাইনপোরার আবাসিক বাড়িতে অভিযান চালিয়েছে, যিনি এইচই ডিপার্টমেন্টের একজন সরকারি কর্মচারী।

