ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর।। গ্রুপ লীগের শেষ ম্যাচে অন্ধ্রের কাছে হারলেও গ্রুপ রানার্সের সুবাদে মূল পর্বে পৌঁছেছে ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেট দল। অন্ধ্রকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পাওয়া যেতো। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যেতো। এখন মূল পূর্বে খেলবে ঠিক ওই তবে তা প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে ত্রিপুরা দলকে আরো একটা ম্যাচ জিততে হবে। প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। অন্ধ্রের মেয়েরা এত অল্পরানে আজ ত্রিপুরার ইনিংস থামিয়ে দেবে সেটা ভাবা যায়নি। ত্রিপুরা দলের ওপেনার ঝুমকি দেবনাথ এবং দলনেতৃ অন্নপূর্ণা দাসের ব্যাটে কিছু রান এসেছে। অন্যরাতো ৫-৬ রানে আয়ারাম গয়ারাম করেছেন। অন্ধ্রের দলনেতৃ টসে জয়লাভ করে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরাকে ব্যাটিং-এর আমন্ত্রণ করাটাই টার্নিং পয়েন্ট। ৭০ রানে ইনিংস শেষ। একাত্তর রানের টার্গেট। দলের পক্ষে ২৬ বলে ঝুমকির ১৮ রান, অন্নপূর্ণা ২৮ বলে ২৬ রানে নট আউট। অন্ধ্রের শবনম ও পদ্মজা দুটি করে উইকেট পেয়েছে। জবাবে অন্ধ্রের সহজ জয়। ১১ ওভার খেলে ২ উইকেট হারিয়েই অন্ধ্র জয়ের লক্ষ্যে পৌঁছেছে। ৮ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে অন্ধ্র গ্রুপ শীর্ষের খেতাব পেয়ে যথারীতি মূল পর্বে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। উল্লেখ্য, এ-গ্রুপ থেকে অন্ধ্রের মতো গ্রুপ-বি থেকে রেলওয়েজ, গ্রুপ সি থেকে বিদর্ভ, গ্রুপ-ডি থেকে হিমাচল প্রদেশ এবং গ্রুপ-ই থেকে রাজস্থান মূল পর্বে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ত্রিপুরার মতো মধ্যপ্রদেশ, বেঙ্গল, দিল্লি, ঝাড়খন্ড, প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার পর শেষআটের ছাড়পত্র পাবে। এদিকে রাজ্য দলের সাফল্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি পুরো টিমের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে।
2022-10-22