তেজপুর (অসম), ২২ অক্টোবর (হি.স.) : দেশের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের আপার সিয়াঙে গতকাল বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট সহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। উদ্ধারকৃতদের যথাক্রমে মেজর বিকাশ ভাম্বু, মেজর মুস্তাফা বহারা, সিএফএন টেকনিশিয়ান অ্যাভিয়েশন (এইএন) অশ্বিন কেভি, এইচএভি (অপিআর) বীরেশ সিনহা এবং এনকে ((অপিআর) রোহিতাশ্ব কুমার বলে শনাক্ত করা হয়েছে।
আজ ২২ অক্টোবর তেজপুরে ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক নিশ্চিত করেছেন, অরুণাচল প্রদেশের লিকাবালি (অসম সীমান্তবর্তী) এলাকার ঘন জঙ্গল যেখানে ০৪৩ এইচ নম্বরের আর্মি অ্যাভিয়েশন অ্যাডভান্স লাইট হেলিকপ্টার (ওয়েপন সিস্টেমস ইন্টিগ্রেটেড) বিধ্বস্ত হয়েছিল, সেখান থেকে পাঁচটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।তিনি জানান, উল্লিখিত হেলিকপ্টারটি গতকাল ২১ অক্টোবর সকাল ১০টা ৪৩ মিনিটে অরুণাচল প্রদেশের টুটিং-এর দক্ষিণে মিগিং পাহাড়ে যান্ত্ৰিক গোলযোগের ফলে বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাঁচজন বায়ুসেনার অফিসার ছিলেন। ঘটনার পর তালাশি অভিযান চালিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার হলেও একজনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে সর্বশেষ পঞ্চম মৃতদেহ উদ্ধার করা হয়েছে, জানান জনসংযোগ আধিকারিক।এদিকে ভারতীয় সেনার অন্য এক সূত্রে জানা গেছে, ফ্লাইং অপারেশনের জন্য গতকাল আবহাওয়া ভালো ছিল। পাইলটদের এএলএইচ-ডব্লিউএসআইতে ৬০০টিরও বেশি সম্মিলিত ফ্লাইং আওয়ার এবং তাদের মধ্যে ১,৮০০টিরও বেশি পরিষেবা ফ্লাইং আওয়ার ছিল। দুর্ঘটনাগ্রস্ত হেলাকপ্টারটি ২০১৫ সালের জুন মাসে পরিষেবায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। গতকাল সংঘটিত দুর্ঘটনার তদন্ত করতে তাৎক্ষণিকভাবে কোর্ট অব ইনকোয়ারির ফোকাস গঠন করেছে। ভারতীয় সেনাবাহিনী এ ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকাহত পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছে।এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ৫ অক্টোবর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব নামে একজন পাইলট প্রাণ হারিয়েছেন।

