ক্রীড় প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। শীর্ষ স্থান দখলের লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। দুদলেরই গ্রুপের শেষ ম্যাচ এটি। ৬ ম্যাচ খেলে অন্ধ্রপ্রদেশের পয়েন্ট ২০ এবং ত্রিপুরার পয়েন্ট ১৮। ফলে যে দলই আগামীকাল জয়লাভ করবে সেই দলই গ্রুপে ১ নম্বর জায়গাটি পেয়ে যাবে। শক্তির বিচারে ত্রিপুরা থেকে আন্ধ্রপ্রদেশ এগিয়ে থাকলেও বিনা লড়াইয়ে জমি ছাড়তে নারাজ ত্রিপুরার ক্রিকেটাররা। অন্ধ্রপ্রদেশকে হারানো কঠিন হলেও অসম্ভব নয়, তা মনে প্রানে বিশ্বাস করেন ত্রিপুরার ক্রিকেটাররা। আর ওই বিশ্বাস ত্রিপুরার ক্রিকেটারদের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন দুই কোচ শ্রাবণী দেবনাথ এবং দেবব্রত চৌধুরি। দুদলই শুক্রবার হালকা অনুশীলন সেরে নেয়। শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে দুরন্ত জয় ত্রিপুরার ক্রিকেটারদের আত্মবিশ্বাস কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। ওই আত্মবিশ্বাসকে পূজি করেই আগামীকাল অন্ধ্র জয় করতে ২২ গজে ঝাপিয়ে পড়বেন ঋজু, পূজা, মৌটুসী, প্রীয়াঙ্কারা। অন্ধ্র শক্তিশালী প্রতিপক্ষ জেনেও আগামীকাল টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়েছে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। লক্ষ্য একটাই, বড় স্কোর গড়ে অন্ধ্রের ঘাড়ে রানের বোঝা চাপানো। আর তা করতে হলে বড় ভূমিকা নিতে হবে ব্যাটসম্যানদেরই। ওড়িশা ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ব্যাটসম্যানরা। ওই ব্যর্থতা ভুলে আগামীকাল জ্বলে উঠতে হবেই ঝুমকি, ইন্দ্ররাণী, শিউলি, অন্নপূর্ণাদের। শনিবার সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি।
2022-10-21

