দিল্লিতে খেলো ইন্ডিয়ায় ত্রিপুরার জুডোকা ইন্দ্রানীর স্বর্ণপদক জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। ত্রিপুরার ইন্দ্রানী দাস স্বর্ণপদক পেয়েছে। নয়া দিল্লিতে আয়োজিত খেলো ইন্ডিয়া মহিলাদের জুডো ন্যাশনাল লীগ রেংকিং টুর্নামেন্টে রাজ্যের সাত জন জুডোকা সাব জুনিয়র ও ক্যাডেট বিভাগে অংশ নিয়েছে। উল্লেখ্য, তাদের ছয় জনই হচ্ছে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষণার্থী। সাব-জুনিয়র অনূর্ধ্ব ৩২ কেজি ক্যাটাগরিতে ইন্দ্রানী দাস আজ দুর্দান্ত পারফরম্যান্স করে শ্রেষ্ঠত্বের নজির গড়েছে‌। চূড়ান্ত লড়াইয়ে মহারাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে। প্রাথমিক পর্যায়ের লড়াইয়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানার মত বৃহত্তর রাজ্যসমূহের জুডোকাদের কুপোকাৎ করে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছিল। উল্লেখ্য, উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষনার্থী হিসেবে ইন্দ্রানী সহ সকলের সাফল্যে সংশ্লিষ্ট কোচ এবং কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন।