মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): জমি দুর্নীতি মামলায় ধৃত শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের জামিনের আর্জি পিছিয়ে গিয়েছে। পুনরায় জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২ নভেম্বর। একইসঙ্গে সঞ্জয় রাউতের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদও বাড়িয়ে ২ নভেম্বর অবধি করা হয়েছে। অর্থাৎ ২ নভেম্বর অবধি বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হবে সঞ্জয় রাউতকে।
উল্লেখ্য, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি। এর আগে গত ১৮ অক্টোবর উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনার এই নেতার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ২১ অক্টোবর করা হয়। শুক্রবার তাঁর জামিনের আবেদনের শুনানি পিছিয়ে ২ নভেম্বর করা হয়েছে। পুনরায় শুনানি হবে আগামী ২ নভেম্বর।