নিজ বাড়িতেই রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার রহস্যজনকভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷  যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য৷ ঘটনা উত্তর জেলার কদমতলা থানা এলাকার বাঘন গ্রাম পঞ্চায়েতে ৬ নং ওয়ার্ড এলাকায়৷ মৃতের শরীরে রয়েছে আঘাতের চিহ্ণ৷ খুন করা হয়েছে বলে পরিবারের সন্দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ কদমতলা থানার ওসি সুশান্ত দেব৷ ঘটনার বিবরণে জানা যায়, বেঙ্গালোর থেকে গত মঙ্গলবার বাড়িতে আসে জাহির উদ্দিন চৌধুরী৷ বৃহস্পতিবার সকালে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় তার পর থেকে তার মোবাইল সুইচ অফ ছিল৷ সারাদিন পেরিয়ে রাতেও ফেরেনি জাহির৷ শুক্রবার ভোর ৫ নাগাদ তার মা প্রাকৃতিক কাজ সারতে বাইরে বের হলে দেখেন বাড়ির অর্ধনির্মিত ঘরের বারান্দায় পড়ে আছে জাহির৷ তার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ণ দেখতে পান৷ সাথে সাথে মহিলার চিৎকারে পাড়া প্রতিবেশী ছুটে আসে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক ও আসেন৷ তদন্ত চলছে ডগ স্কোয়াড নামানো হবে বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *