নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ বৃহস্পতিবার দুপুর দুইটা নগদ শালবাগান এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম তিন যুবক৷ জানা যায় খোয়াই থেকে একটি ট্রাক গাড়ি এবং আগরতলা রাধানগর থেকে একটি গাড়ি শালবাগান এলাকায় পৌঁছলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে দুই গাড়িতে থাকা তিন যুবক গুরুতর আহত হয়৷ সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ দুর্ঘটনার পর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি গাড়ি উদ্ধার করে থানাতে নিয়ে আসে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়৷ চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷
2022-10-20