কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতিবার দুই বঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। সাইক্লোনের পূর্বাভাস প্রসঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। একইসঙ্গে পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ অন্যান্য জেলাগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং এদিন সকালে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ছে তা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। বৃহস্পতিবার শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
এদিকে আন্দামান সাগরের উপর তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার সকালে তা নিম্নচাপে পরিণত হবে, জানা যাচ্ছে এমনটাই। এই নিম্নচাপ আগামী কয়েকদিন শক্তি বাড়িয়ে ২২ অক্টোবরের পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই প্রাথমিকভাবে এই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যদিও তা রাজ্যের উপর কতটা প্রভাব ফেলবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যদিও তার গতিপথ ঠিক কী হবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে কালীপুজোর প্যান্ডেলগুলির ভিত যাতে মজবুত হয় সেই দিকে জেলা প্রশাসনকে নজরদারি চালানোর কথা বলা হয়েছে।