নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার গুজরাটে (একতা নগর, কেভাদিয়া) ইউএনএসজি মিশন ‘লাইফ’ (পরিবেশের জন্য জীবনধারা) পুস্তিকা, লোগো এবং ট্যাগলাইন চালু করেছেন। এ উপলক্ষে বিদেশমন্ত্রী ডঃ জয়শঙ্কর এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেশ প্যাটেলও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে গ্লাসগোতে সিওপি-২৬ চলাকালীন প্রধানমন্ত্রী মোদী জীবন ধারণাটি চালু করেছিলেন। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, পরিবেশ রক্ষায় উপযোগী সম্পদ যেন নষ্ট না হয়। মিশন ‘লাইফ’ হবে জলবায়ু কর্মের প্রাথমিক অর্জন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রদর্শনের জন্য রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের স্বাক্ষরিত উদ্যোগ।
প্রধানমন্ত্রী একতা নগর কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটিতে গুতেরেসের সঙ্গে দেখা করেন এবং সর্দার প্যাটেলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এখানে তিনি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।