জাকার্তা, ২০ অক্টোবর (হি. স.) : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ইসলামিক সেন্টারের মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একটি বিশাল গম্বুজ ভেঙে পড়েছে। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার স্থানীয় সময় বিকেল ৩টের দিকে।
দমকলের ১০টি গাড়ি অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, মসজিদে মেরামতের কাজ চলছিল এবং বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইসলামিক সেন্টার কমপ্লেক্সে একটি মসজিদ ছাড়াও শিক্ষা, বাণিজ্যিক ও গবেষণা সুবিধা রয়েছে।