ব্যাঙ্গালোরে প্রবল বৃষ্টি, জারি হলুদ সর্তকতা

ব্যাঙ্গালোর, ২০অক্টোবর (হি. স.) : প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে বেঙ্গালুরু । বুধবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সেখানে। বৃহস্পতিবার সকালে রীতিমতো জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে শহরের পূর্ব, দক্ষিণ এবং মধ্য এলাকায় ব্যাপকভাবে জল জমতে শুরু করেছে। আবহাওয়া দফতরের তরফ থেকে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ‍

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শহরের উত্তরে রাজামহল গুট্টাহল্লি এলাকায় প্রায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। জানা গিয়েছে, আগামী তিন দিন ধরে লাগাতার বৃষ্টিপাত হবে। এক দিনের বৃষ্টিতেই নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে। অনেকেরই বাড়ির একতলা জলের নিচে। দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকেও ভাসতে দেখা গিয়েছে জমা জলে। জানা গিয়েছে, ম্যাজেস্টিকের কাছে একটি পাঁচিল ধসে যায়। যার ফলে রাস্তায় পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত মাসেও ব্যাঙ্গালোরে প্রবল বৃষ্টিপাত হয় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছু অংশ যেখানে আইটি কোম্পানিগুলি অবস্থিত, সেগুলিও জলের তলায় চলে যায়। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে ট্রাক্টর পরিষেবা শুরু হয়ে গিয়েছিল। জানা যাচ্ছে, এবছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে। এখনো পর্যন্ত ১৭০৬ মিলিমিটার বৃষ্টি হয়ে গিয়েছে। ২০১৭ সালে যেখানে বৃষ্টি হয়েছিল সবথেকে বেশি ১৬৯৬ মিলিমিটার। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।