নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক তথ্য জানার অধিকার আইন মোতাবেক শিক্ষকতার চাকুরী পুনর্বহালের দাবীতে বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে বসল ১০৩২৩ চাকরীচ্যুত একাংশ শিক্ষক৷
এদিন ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ণ শিশুউদ্যানের সামনে রাস্তার পাশে অনশনে বসে তারা৷ বিগত বাম সরকারের আমলে শিক্ষা দপ্তরের অধীনে জি টি, ইউ জি টি এবং পি জি টি শিক্ষক নিয়োগ করে৷ তারই পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক বেকার নিয়োগের উপর মামলা দায়ের করে৷ এই মামলায় উচ্চ আদালত গঠন মূলক রায় দেয়৷ কিন্তু শিক্ষা দপ্তর, আইন দপ্তরের তুঘলকি সিদ্ধান্তের জন্য ১০৩২৩-র চাকুরী চলে যায় বলে দাবি৷ তারা ২০১০ এবং ২০১৪ সালে চাকুরী পায়৷ বাম সরকারের তুঘলকি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছিল চাকুরীচ্যুতরা৷ ২০১৮ সালে বর্তমান সরকার গঠনে ভূমিকা নেয় ১০৩২৩৷ দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক তথ্য জানার অধিকার আইন মোতাবেক জানা গেছে সমস্ত শিক্ষক এই মামলার পক্ষভুক্ত নয়৷ তাদের চাকুরী যায়নি৷ এই বিষয়টি সরকারকে সদর্থক আন্দোলনের মাধ্যমে জানান দেওয়া হয়েছে৷ কিন্তু কোন সদুত্তর না পেয়ে আমরণ অনশন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান ১০৩২৩ এর পক্ষে প্রদীপ বনিক৷ তিনি জানান আদালতের অপব্যাখ্যা না করে সুন্দর ব্যাখ্যার মাধ্যমে যাতে তাদের শিক্ষকতার চাকুরীতে পুনর্বহাল করা হয়৷
2022-10-20