সুরাট, ২০ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার গুজরাটের সুরাটে রিখটার স্কেলে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। এনসিএস-এর মতে, পৃথিবীর পৃষ্ঠের নীচে টেকটোনিক প্লেটগুলির গতিবিধি সুরাটের ৬১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সকাল ১০.২৬ টার দিকে অনুভূত হয়েছিল।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর নিজ শহরে রয়েছেন এবং আজ কেভাদিয়ায় মিশন লাইফের সূচনা করেন। এর আগে ১৪ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপের কাছে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল এবং ছত্তিশগড়ের অম্বিকাপুর একই দিনে ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল।