ভোটে কারচুপি! ফল ঘোষণার আগে অভিযোগ শশীর এজেন্টের

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : এবার কংগ্রেসের সভাপতি নির্বাচনেও কারচুপি এবং অনিয়মের অভিযোগ উঠল। ভোটের ফল প্রকাশের ঠিক আগে এই অভিযোগ তুললেন শশী থারুরের নির্বাচনী এজেন্ট সলমন সোজ।

বুধবার এই বিষয়টি নিয়ে মুখ খোলেন শশীর নির্বাচনী এজেন্ট। সলমন সোজ বলেন, “কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষকে আমরা কোনও প্রেমপত্র পাঠাই না। তাছাড়া, এটি দলের অভ্যন্তরীণ বিষয়। তাই এ নিয়ে বেশি কথাও বলতে চাই না। কিন্তু, আমরা আমাদের উদ্বেগের বিষয়টি কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
সূত্রের খবর, সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ার একাধিক বিষয় নিয়ে আপত্তি তুলেছেন শশী থারুর। তাঁর অভিযোগ, দুই প্রার্থীকে ভোটে লড়ার জন্য সমান ক্ষেত্র দেওয়া হয়নি। প্রার্থীদের প্রচারে কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের আধিকারিকদের বাধা দেওয়া হয়েছে। কিন্তু, কয়েকটি জায়গায় এই আধিকারিকরাই প্রকাশ্যে মল্লিকার্জুন খাড়গেকে সমর্থন করেছেন। আর তাতেই আপত্তি রয়েছে শশী থারুরের।

প্রসঙ্গত, সভাপতি নির্বাচনের ফল ঘোষিত হলেই নতুন নেতা পাবে কংগ্রেস। গত প্রায় দু’দশকে এই প্রথমবার গান্ধী পরিবারের বাইরের কোনও ব্যক্তি দলের সর্বোচ্চ নেতার পদে বসবেন। নিয়ম অনুসারে, ভোট গণনার আগেই বিভিন্ন রাজ্য থেকে ব্যালট বাক্স নিয়ে এসে সেগুলি খুলে ফেলা হবে। সমস্ত রাজ্যের ভোট মিশিয়ে ফেলা হবে। তারপর গণনা সেরে ভোটের ফল প্রকাশ্যে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *