সিনিয়র মহিলা ক্রিকেটে বৃহস্পতিবার ওড়িশাকে হারাতে মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজিত হয়ে শীর্ষ স্থান হাতছাড়া হয়েছে ত্রিপুরার। আপাতত যুগ্মভাবে রয়েছে দ্বিতীয় স্থানে। ওই স্থানটি ধরে রাখতে হলে বৃহস্পতিবার জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই। ওই অবস্থায় আজ ওড়িশার মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে মুখোমুখি হবে দুদল। আপাতত আসরে ৫ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১৪ এবং ওড়িশার পয়েন্ট ১২। ১৬ পয়েন্ট নিয়ে ‘‌এ’ গ্রুপে আপাত শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ত্রিপুরা এখন পর্যন্ত তিনটি ম্যাচে জয় পেলেও ওড়িশা জয় পেয়েছে ২ টিতে। ফলে ব্যাটে-‌বলের লড়াইয়ে শক্তির বিচারে কিছুটা এগিয়ে রয়েছে ত্রিপুরাই। তবে শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে পরাজয় মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন অন্নপূর্ণা-‌রা। কিছুটা ব্যাকফুটে থাকা মৌটুসী-‌রা আজ ২২ গজে কতটা নিজেদের নিংড়ে দিতে পারবেন তার উপরই ত্রিপুরার সাফল্য নির্ভর করবে। বুধবার হালকা অনুশীলন সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। শেষ ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থ‌তায় হারতে হয়েছিলো ত্রিপুরাকে। ফলে এদিন অনুশীলনে ব্যাটিংয়ের উপরই বেশী জোর দেন কোচ শ্রাবণী দেবনাথ বলে জানা গেছে। কার কী ভুল হয়েছিলো তা এদিন কাগজে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কোচ। অন্নপূর্ণা-‌রাও আজ ঘুরে দাড়াতে বদ্ধপরিকর। পাশাপাশি গ্রুপের শীর্ষ স্থান দখলের লড়াইয়ে টিকে থাকতে ওড়িশা বধ চাইছেন ঋজু-‌রা। আজ পয়েন্ট হাতছাড়া হলে গ্রুপে অনেকটাই দল পিছিয়ে যাবে, তা ক্রিকেটারদের বুঝিয়েছেন টিম ম্যানেজমেন্ট। আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *