নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) :বুধবার নবনির্বাচিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করে অভিনন্দন জানালেন বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় মল্লিকার্জুনকে এদিন সকলেই অভিনন্দন জানান। বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও তাঁর সঙ্গে দেখা করতে যান।
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও টুইট করে অভিনন্দন জানিয়েছেন মল্লিকার্জুন খার্গকে। রাহুল বলেন, কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় মল্লিকার্জুন খার্গকে অভিনন্দন। কংগ্রেস সভাপতির পদটি ভারতের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে। এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সময় খাড়গের বিশাল অভিজ্ঞতা এবং আদর্শিক প্রতিশ্রুতি দলের উন্নতিতে অনেক দূর এগিয়ে যাবে। রাহুল বর্তমানে কর্ণাটকে ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দিচ্ছেন।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, মল্লিকার্জুন খাড়গে নির্বাচনী রাজনীতিতে ৫০ বছর পূর্ণ করেছেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে এবং রাজ্যে ও কেন্দ্রে মন্ত্রী হিসেবে গৌরব অর্জন করেছেন। কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে তাঁর বিজয় সেই শক্তিগুলির জন্য একটি বিজয় যা আদর্শিক প্রতিশ্রুতিকে ব্যক্তিগত গুরুত্বের ঊর্ধ্বে রাখে। লাইমলাইটে থাকার পরিবর্তে তিনি সর্বদা কংগ্রেস দলের স্বার্থে কাজ করেছেন।