হিমাচল প্রদেশ নির্বাচন: ৬২টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বাদ পড়লেন ১১জন বিধায়ক

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : কংগ্রেসের পরে এবার বিজেপিও হিমাচল বিধানসভা নির্বাচনের জন্য ৬২ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের সভায় অনুমোদনের পর বুধবার সকালে বিজেপি ৬৮ জনের মধ্যে ৬২ জনের নাম ঘোষণা করে। এখন ছয় প্রার্থীর তালিকা প্রকাশ করা বাকি। এর মধ্যে রয়েছে এমন আসন, যেগুলোতে প্রার্থী নির্ধারণ নিয়ে তোলপাড় চলছে।

দল একজন মন্ত্রী এবং ১০ জন বর্তমান বিধায়কের টিকিট কেটেছে। তাদের জায়গায় আনা হয়েছে নতুন মুখ। দুই মন্ত্রীর বিধানসভা কেন্দ্রও বদল করেছে বিজেপি হাইকমান্ড। নগরোন্নয়ন মন্ত্রী সুরেশ ভরদ্বাজকে সিমলা আরবান থেকে কুসুম্পতিতে পাঠানো হয়েছে। একইভাবে, নুরপুর থেকে বনমন্ত্রী রাকেশ পাঠানিয়া এখন ফতেপুর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন।
বিজেপি প্রার্থীদের প্রথম তালিকায় পাঁচজন মহিলা টিকিট পেয়েছেন। চাম্বা থেকে ইন্দিরা কাপুর, ইন্দোরা থেকে রীতা ধীমান, শাহপুর থেকে সারভিন চৌধুরী, পাছাদ থেকে রীনা কাশ্যপ এবং রোহরু থেকে শশী বালা। তবে ভোরাজ বিধায়ক কমলেশ কুমারীকে এবার সুযোগ দেওয়া হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমালের বিধানসভা কেন্দ্র সুজনপুর থেকে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত রঞ্জিত সিংকে প্রার্থী করেছে বিজেপি। এর পাশাপাশি প্রাক্তন দুই প্রয়াত মন্ত্রীর ছেলেকেও টিকিট দিয়েছে দল। জয়রাম সরকারের সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুরের জায়গায় তার ছেলে রজত ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার কংগ্রেসও তাদের ৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *