কারবি আংলঙের বোকাজানে উদ্ধার পাঁচ কোটি টাকার হেরোইন, গ্রেফতার করিমগঞ্জের মাদক পাচারকারী

বোকাজান (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজানে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে পাঁচ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে করিমগঞ্জ জেলার বাসিন্দা মাদক পাচারকারী সাহাবুদ্দিনকে।

বোকাজানের মহকুমা পুলিশ অফিসার জন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাঁর নেতৃত্বে ৩৬ এবং ৩৭ জাতীয় সড়কে সিআরপিএফ-এর এক দলকে সঙ্গে নিয়ে মাদক-বিরোধী অভিযান চালিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিল বোকাজান ও ডিলাই থানার যৌথ পুলিশের দল। এক সময় ডিমাপুর থেকে গোলাঘাটের দিকে আসছিল এএস ০৫ ডি ৪৬৪১ নম্বরের একটি হুন্ডাই আই-১০ কার। বোকাজান সিমেন্ট ফ্যাক্টরির সামনে ওই গাড়ির গতিরোধ করে পুলিশ তালাশি চালায়। গাড়ির ড্যাশবোর্ড ও অন্য অংশে তৈরি গোপন চেম্বার থেকে হেরোইন ভরতি ৫০টি সাবানের বাক্স বের করা হয়। ওই সাবান কেসগুলি থেকে ৬৬৪.২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশের যৌথবাহিনী।

এসডিপিও জন দাস জানান, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাদক পাচারকারী করিমগঞ্জ জেলার বাসিন্দা সাহাবুদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা করা হবে। এখনও তাকে গ্রেফতার করা হয়নি, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *