আহমেদাবাদ, ১৯ অক্টোবর (হি.স.) : বুধবার দুদিনের গুজরাটে সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, প্রতিমন্ত্রী জগদীশ বিশ্বকর্মা, সাংসদ সিআর পাটিল এবং আহমেদাবাদের মেয়র কিরীট পারমার এদিন সকালে আহমেদাবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মুখ্যমন্ত্রীর মুখ্য প্রধান সচিব কে কৈলাশনাথন, মুখ্য সচিব পঙ্কজ কুমার, আহমেদাবাদের জেলা কালেক্টর ধবল প্যাটেল, রাজ্য পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া, সিনিয়র সচিব এবং আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ১৯-২০ অক্টোবর তার গুজরাট সফরের সময় প্রায় ১৫,৬৭০ কোটি টাকার প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।