করিমগঞ্জ (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : চলে গেলেন শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত পদস্থ আধিকারিক করিমগঞ্জের ফুলেনচন্দ্র দাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। করিমগঞ্জের বেতাইল গ্রামে তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুলেন দাস। মৃত্যুর সময় রেখে গেছেন তিন ছেলে, দুই মেয়ে এবং সহধর্মিণীকে।
গত কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর এতেই ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন ফুলেনচন্দ্র দাস। শিক্ষা বিভাগের পদস্থ আধিকারিক হিসেবে নাগাল্যাদন্ডের কোহিমায় কর্মরত ছিলেন তিনি। নাগাল্যা ন্ড বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের জয়েন্ট ডিরেক্টর ছিলেন ফুলেনচন্দ্র। ফুলেনচন্দ্র দাসের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকা এবং তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। লঙ্গাইঘাট শ্মশানে তাঁর শেষকৃত্যছ সম্পন্ন হয়েছে।