মল্লিকাৰ্জুন খাড়গে সভাপতি হলেও কংগ্ৰেস আর কোনওদিন ক্ষমতায় আসবে না, বলেছেন কিরেন রিজিজু

তিন দিনের কাৰ্যসূচি নিয়ে বঙাইগাঁওয়ে কেন্দ্ৰীয় আইনমন্ত্ৰী

বঙাইগাঁও (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : মল্লিকাৰ্জুন খাড়গে সভাপতি হলেও কংগ্ৰেস আর কোনওদিন ক্ষমতায় আসবে না, এটা নিশ্চিত। নরেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰীর পদে আসীন হওয়ার পর দেশের উন্নয়ন দ্ৰুতগতিতে হচ্ছে, আজ বুধবার নিম্ন অসমের বঙাইগাঁওয়ে এসে বলেছেন কেন্দ্ৰীয় আইনমন্ত্ৰী কিরেন রিজিজু।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের পর এবার তিন দিনের কাৰ্যসূচি নিয়ে আরও এক কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিরেন রিজিজু এসেছেন নিম্ন অসমের বঙাইগাঁওয়ে। অন্যান্য কার্যসূচি ছাড়াও জেলার বিজেপি কার্যকর্তাগণ সহ বিভিন্ন শ্ৰেণির নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন রিজিজু।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী হিসেবে প্ৰথমবারের মতো বঙাইগাঁওয়ে এসে আগামী ২৪-এর লোকসভা নিৰ্বাচনে বরপেটা আসন দখলের রণনীতি তৈরি করবেন কিরেন, জানা গেছে দলীয় এক সূত্রে। এদিকে বঙাইগাঁওয়ে এসে তাঁর খুব ভালো লাগছে বলে নিজের অনুভব ব্যক্ত করেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী।

তৃণমূল স্তর থেকে দলকে মজবুত করার লক্ষ্য নিয়ে জেলার তিনটি বিধানসভা এলাকার বিভিন্ন শ্রেণির নাগরিকদের সঙ্গে তাঁর মতবিনিময় করার কথা। কেন্দ্ৰীয় আইনমন্ত্ৰী কিরেন রিজিজু এক প্ৰতিক্ৰিয়ায় বলেন, এবার বরপেটা লোকসভা আসন দখল করার চেষ্টা করবে বিজেপি।

অসমের আঞ্চলিক দল জোটশরিক অগপর সঙ্গে মিত্ৰতা সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রিজিজু বলেন, অগপর সঙ্গে বিজেপির জোট থাকবেই। বঙাইগাঁওয়ে বিজেপিকে মজুবুত করার লক্ষ্য নিয়েই তিনি এসেছেন, জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *