বদরপুর (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন ভাঙ্গায় উদ্ধার হয়েছে প্রায় ১২ কেজি ওজনের আট ফুট দীর্ঘ একটি অজগর সাপ। অজগর উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করে জাতীয় সড়কে ৮ ফুট দীর্ঘ অজগর সাপটি শুয়ে রয়েছে দেখতে পান জনৈক পথচারী। রাস্তার এ-পাশ-ও-পাশ জুড়ে শুয়ে ছিল বিশাল এক অজগর। কাছে যাওয়ার সাহস হচ্ছিল না কারোর। তবে অনেকেই দূর থেকে মোবাইল বের করে ছবি তুলতে থাকেন সেই অজগরের। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। শয়ে শয়ে মানুষ তাকে দেখতে জমায়েত হতে থাকেন।
স্থানীয়রা খবর দেন বন বিভাগে। কিছুক্ষণের মধ্যে করিমগঞ্জ বন দফতরের বিট অফিসার ফারুক আহমেদ দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করেন অজগর সাপটি।
স্থানীয়রা জানান, জাতীয় সড়কে সাপটিকে প্রথমে শুয়ে থাকতে দেখা যায়। পরে গাড়ির শব্দ এবং রাস্তায় ঝাঁকুনির ফলে ধীরে ধীরে সড়ক থেকে লাগোয়া ঝোপের দিকে এগিয়ে যায় অজগরটি। কিন্তু কিছুটা গিয়ে ফের দাঁড়িয়ে পড়ে সাপটি। গাড়িচালক থেকে যাত্রী, কেউই সাপটিকে মারার চেষ্টা করেননি।
বিট অফিসার ফারুক আহমেদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কতিপয় যুবকের সাহায্য নিয়ে উদ্ধার করা হয়েছে সাপটিকে। গভীর জঙ্গল এলাকায় অজগর সাপটিকে ছাড়া হবে বলে জানিয়েছেন তিনি।

