কাঠমাণ্ডু, ১৯ অক্টোবর (হি.স.) : বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডু ও পার্শ্ববর্তী অঞ্চলে ৫.৯-মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-কম্পন অনুভূত হতেই অনেক লোককে নিরাপত্তার জন্য তাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্ধুপালচক জেলার নেপাল-চিন সীমান্তে।
বুধবার বিকেল ৩টা ০৭ মিনিটে কাঠমান্ডু উপত্যকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৫ সালের এপ্রিলে ৭.৮-মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প নেপালে কেঁপে উঠেছিল। প্রায় ৯০০০ মানুষ মারা যায় এবং প্রায় ২২ হাজার জন আহত হয়। ৮ লক্ষেরও বেশি ঘরবাড়ি এবং স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।