লেহ, ১৯ অক্টোবর (হি.স.) : বুধবার লাদাখে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮.০৭ মিনিটে লাদাখে রিখটার স্কেলে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কম্পন অনুভূত হলেই মানুষ ঘর থেকে বেরিয়ে আসে এবং দীর্ঘক্ষণ খোলা জায়গায় থাকে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লাদাখের লেহ থেকে ১৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি ৩৪.৯২ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ১০ কিলোমিটার গভীরে ৭৮.৭২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে হয়েছে।