ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। দ্বিতীয় জয় পেলো রাইয়ো কামি। পরাজিত করলো কাইপেং বুলাই দলকেকে। ২-০ গোলে। মহিলা ফুটবলে। জয়ৈং কামি মাঠে ৮ দলকে নিয়ে হচ্ছে আসর। মঙ্গলবার জয়ৈং কামি মাঠে মুখোমুখি হয় দুইদল। একঝাঁক ত্রিপুরা দলের ফুটবলারদের নিয়ে গড়া রাইয়ো কামি দল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। ম্যাচে বিজয়ী দলের পক্ষে ধনিতা রিয়াং এবং মঞ্জুতি জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন কিপহিলতী জমাতিয়া। মূলত: কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ। কম দল আসরে অংশ নেওয়ায় প্রথমে লিগ ভিত্তিতে হবে খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে হবে নকআউট পর্যায়ে খেলা।
2022-10-18