নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ অভিনবত্বের ছোঁয়ায় পর্যটকদের আকৃষ্ট করছে উদয়পুরের দেবীগ্রাম৷ চিত্রাঙ্গনের মধ্য দিয়ে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে গোটা গ্রামকে! পর্যটকদের আকৃষ্ট করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের পর্যটনকে একধাপ এগিয়ে নিয়ে যেতে অভিনবত্বের ছোঁয়া আনছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত৷ ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলাতে অভিনবত্বের ছোঁয়া লাগিয়ে দেওয়াল চিত্রাঙ্কন এর মাধ্যমে আধুনিক গ্রাম তৈরি করেছে সংস্কার ভারতী৷ সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে এবং ত্রিপুরা প্রান্তের আন্তরিক সহযোগিতায় মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে ২ নং ফুলকুমারী হয়ে কল্পতরু আশ্রম স্বন্নিকটে মাত্র তিন কিলোমিটার দূরে গানথালুং এলাকায় তৈরি হচ্ছে দেবী গ্রাম৷ এই গ্রামে ১১৭ টি জনজাতি পরিবারের বসবাস৷ যার মধ্যে প্রায় ৫৩ টি মাটির দেয়ালে তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে ত্রিপুরার জনজাতিদের জীবনশৈলী এবং ত্রিপুরার রাজন্য আমলের বিভিন্ন বিষয়বস্তু৷ এই এলাকার বসবাসকারীরা সাধারণত নোয়াতিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত৷ পেশায় তাদের কাজ কৃষি৷ সংস্কার ভারতী গোমতী জেলার এই অভিনব উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন৷ তারা আশা ব্যক্ত করছেন গানথালুং থেকে পরিবর্তীত হয়ে এই দেবীগ্রাম পর্যটকদের একটি অন্যতম কেন্দ্র হয়ে উঠছে, যাতে করে তাদের আর্থিক উপার্জনের ব্যবস্থাও বাড়ছে৷ ১৪ই অক্টোবর থেকে ২০ শে অক্টোবর পর্যন্ত গানথালুং দেবীগ্রামে আয়োজিত এই দেওয়াল চিত্রাংকনের মাঝখানে চলছে এই এলাকার ক্ষুদে শিশুদের নিয়ে বিভিন্ন বিভাগে যেমন নাটক, গান, নাচ ইত্যাদির সাত দিনব্যাপী কর্মশালা৷ জনজাতি অধ্যুষিত এই এলাকায় লোকজনরা এই কর্মশালাগুলিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে৷ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, আগামী ২০ অক্টোবর সমাপ্তি অনুষ্ঠানে অনুষ্ঠান মঞ্চে এই কর্মশালা গুলিতে অংশগ্রহণকারী ক্ষুদে শিশুরা তাদের প্রতিভা উপস্থাপন করবে৷ তাছাড়াও থাকবে সাংসৃকতিক অনুষ্ঠান৷ প্রসঙ্গত সংস্কার ভারতী ত্রিপুরায় প্রথম দেয়াল চিত্র অংকন শুরু করেছিল ২০১৮ সালের বিশ্রামগঞ্জ পুস্কর বাড়িতে, এরপর ২০২০ সালে আগরতলার নিকট লংকামুড়ায় তৈরি হয় আলপনা গ্রাম৷ ২০২১ সালে আগরতলা দুর্গা বাড়ি এলাকার বাগবাড়িস্থিত ছবি বাগে হয় চিত্র অঙ্কন৷ চলতি বছরে অর্থাৎ ২০২২ সালে বিলোনিয়ার মুন্ডাপাড়া, তেলিয়ামুড়া কৃষ্ণপুরের পর বর্তমানে উদয়পুর গানথালুং -এ দেবী গ্রাম নির্মাণের কাজ চলছে৷ এই দেবীগ্রামকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে৷
2022-10-18