জৈব সার তৈরীর প্রশিক্ষণ কাঁকড়াবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷  কাকড়াবন ফরেস্ট অফিসের হল ঘরে কাঁকড়াবন এলাকার কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার৷ এনটিএফপি সেন্টার অফ এক্সিলেন্সের পক্ষ থেকে করা হয়৷ প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে বাড়িতে জৈব সার উৎপন্ন করা যায়৷ এদিন উপস্থিত ছিলেন  ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার শুভাশিস  দত্ত  কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপ্রিয়া সাহা, ইচ্ছাছড়া পঞ্চায়েতের প্রধান তপন দেব৷ তাদের অভিমত এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা উপকৃত হবে৷